দার্জিলিং-পালবাজার: নকল টেট পরীক্ষা পাশাপাশি জল প্রকল্পের নামে দুর্নীতি করেছে BGPM দল, চৌরাস্তায় কটাক্ষ BJP প্রার্থীর
শনিবার বিকেল পাঁচটা নাগাদ চৌরাস্তা এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু বিস্তা। তিনি বলেন, পাহাড়ে নকল টেট পরীক্ষার মাধ্যমে বেকার যুবক যুবতিদের আবেগ নিয়ে খেলেছে GTA, মানুষদের এর উত্তর দেবে। BGPM-কে কটাক্ষ করে তিনি বলেন, হর ঘর জল প্রকল্পের নামে প্রচুর টাকার দুর্নীতি করেছে অনিত থাপার দল। এছাড়াও শিক্ষক নিয়োগে দুর্নীতির বিষয়েও অভিযোগ করেন তিনি।