নাকাশিপাড়া: চিচুড়িয়ায় এক পুলিশ কর্মীর বাড়ি থেকে বিষাক্ত কালাচ সাপ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
ঘটনাটি নদীয়ার নাকাশীপাড়া চিচুড়িয়া ঢাকা পাড়ায় নাকাশীপাড়া থানার এক পুলিশ কর্মী সুমিত ভদ্র বাড়িতে । রাতের বেলায় বালতির মধ্যে ঢুকে ছিল একটি বিষধর কালাচ সাপ। খবর দেওয়া হয় বেথুয়াডহরী বনদপ্তরে। সেখান থেকে খবর দেওয়া হয় উদ্ধারকারী দীপঙ্কর চক্রবর্তীকে। দীপঙ্কর চক্রবর্তী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যান। সাপটিকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া