বাড়িতে বাড়িতে যাওয়ার পরিবর্তে ২৩৬ মেদিনীপুর বিধানসভা নির্বাচনক্ষেত্রের অন্তর্গত ২১২ নম্বর বুথে দেখা গেল একটি নির্দিষ্ট স্থানে গাছের তলায় চেয়ার টেবিল পেতে ক্যাম্প করে সেখান থেকেই বিলি করা হচ্ছে এস আই আর ফর্ম। আর যা নিয়ে আপত্তি বিজেপির। ইমেইল মারফত নির্বাচন কমিশন কে আজ বুধবার বিকেল প্রায় সাড়ে পাঁচটা নাগাদ অভিযোগ জানালো, জেলা বিজেপির সহ-সভাপতি ডাক্তার শঙ্কর কুমার গুচাইত।