হুড়া: লালপুর অফিসে সাংগঠনিক বৈঠক ও অভিষেক ব্যানার্জীর ভারচুয়াল মিটিং শুনলেন হুড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের কর্মীরা
Hura, Purulia | Nov 24, 2025 সাংগঠনিক বৈঠক ও দলের নেতার ভারচুয়াল মিটিং শুনলেন হুড়ার কর্মীরা।সোমবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী ভোটার তালিকা সংশোধন ও SIR নিয়ে গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং করলেন দলের সমস্ত কর্মীদের সঙ্গে।এইদিন নেতার ভারচুয়াল মিটিং শোনার পর, দলের সাংগঠনিক বৈঠক হল হুড়ার লালপুর দলীয় কার্যালয়ে।সন্ধ্যা সাড়ে সাত টার সময় লালপুর দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া,হুড়া ব্লক সভাপতি সুভাষ মাহাত,যুব ব্লক সভাপতি চন্দন দত্ত সহ দলে