ধূপগুড়ি: জামাই এর নাম করে অনুষ্ঠানে মুরগির মাংস রান্না করে নিয়ে গিয়েছিল শশুর, খট্টিমারিতে শ্বশুরের মাথায় কাঁচির আঘাত শ্বাশুড়ির
মেয়ের জামাই এসেছে বলে শ্বশুর মুরগীর মাংস আনতেই বিবাদ শ্বশুর শ্বাশুড়ির মধ্যে। মদ্যপ শ্বশুরের মাথায় কাঁচির আঘাত শ্বাশুড়ির।জানা যায় ঐ স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই হত ঝামেলা! আর সেই ঝামেলার চাপা দিতে জামাইয়ের উপর দায় চাপিয়ে দিলেন শ্বশুর। ধুপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকায় এমন ঘটনাতেই চাঞ্চল্য ছড়ালো। শনিবার গভীর রাতে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানেই জামাইয়ের নাম করে মুরগির মাংস রান্না করে নিয়ে গিয়েছিল শ্বশুর।