গোঘাট ২: তৃণমূলের শহীদ পরিবারকে চাকরি দেওয়ার কথা থাকলেও মেলেনি চাকরি ক্ষোভ পরিবারের মধুবাটি থেকেবলেন আরামবাগBJP লোকসভা প্রার্থী।
তৃণমূল কংগ্রেসের শহীদ পরিবার গুলিকে চাকরি দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত মেলেনি চাকরি ক্ষোভ শহীদ পরিবার গুলির। গোঘাটের মধুবাটী এলাকা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি বলেন তৃণমূল কংগ্রেস কোন পরিবার সহিত, কোন পরিবার গরিব, কোন পরিবার নিঃস্ব, তা জানার তৃণমূল কংগ্রেসের মানসিকতা নেই।