হেমতাবাদের চৈনগরে ভারত বাংলাদেশ সীমান্তে পুলিশ ক্যাম্প উদ্বোধন। উপস্থিত পুলিশ সুপার শানা আক্তার, মন্ত্রী সত্যজিৎ বর্মণ, বিডিও বিশ্বজিৎ দত্ত, জেলা পরিষদের সদস্যা মকলেসা খাতুন, আই সি সুজিত লামা সহ জেলা পুলিশের আধিকারিক ও স্থানীয় জন প্রতিনিধি রা। প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে এই পুলিশ ক্যাম্প।