খড়িবাড়ি: ভারত-নেপাল সীমান্তে পানিট্যাংকি এলাকা থেকে ব্রাউন সুগার ও কাফ সিরাপ সহ গ্রেপ্তার ৩
ভারত-নেপাল সীমান্ত পানিট্যাংকি এলাকা থেকে ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। সোমবার রাতে পানিট্যাঙ্কির গন্ডোগোল জোত এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২১৬ গ্রাম ব্রাউন সুগার ও ১৪ বোতল নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয়। ঘটনায় পানিট্যাঙ্কির বাসিন্দা সাগর মোহন্ত,মহম্মদ মোহিত ও বিহারের বাসিন্দা রাকেশ প্রসাদকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়।