কাঁটাগড়িয়া মোড়ে ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)লোহাপুর এরিয়া কমিটির ডাকে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল ১.বাংলায় ওয়াকফ সংশোধনী আইন লাগুক করা চলবে না।২. SIR এর নাম সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে ,তা অবিলম্বে বন্ধ করতে হবে।৩. কৃষি ফসলের ন্যায্য দাম দাও ও কৃষকদের বাঁচতে দাও। উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব।