পাড়া: পাড়া ব্লকের কৃষি দফতরের মূখ্য কৃষি অধিকর্তা ADA শ্রী দীনবন্ধু সর্দার বদলি হচ্ছেন, তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো,
পাড়া ব্লকের কৃষি দফতরের মূখ্য কৃষি অধিকর্তা ADA শ্রী দীনবন্ধু সর্দার বদলি হয়েছেন সম্প্রতি। এবং পাড়া ব্লকের নতুন ADA অফিসার হিসেবে এলেন এস কে আজহার উদ্দিন। আজ সোমবার দুপুর বারোটা নাগাদ পাড়া ব্লক কৃষি দফতরের অফিসে দীনবন্ধু সর্দার মহাশয় কে বিদায় সংবর্ধনা প্রদান করা হলো। এদিন ফুলের তোড়া ও উপহার দিয়ে সুভেচ্ছা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক উমাপদ বাউরী, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার সভাপতি সেখ হাসিবুর রহমান,আতমা কমিটির চেয়া