স্বরূপনগর: বিথারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় গ্রেফতার শিশুসহ এক মহিলা
গতকাল বিকালে বাংলাদেশ সীমানা পেরিয়ে অবৈধভাবে এদেশে প্রবেশ করার পর বিথারী সীমান্তে এক মহিলাকে প্রথমে আটক করে। জিজ্ঞাসাবাদে BSF জানতে পারে তাদের বাড়ি নদীয়া জেলার হাঁসখালি এলাকায় | তাদের কাছে বৈধ কোন নথি না থাকায় স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় BSF |স্বরূপনগরথানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে আজ শনিবার দুপুর দুটো নাগাদ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য গ্রেফতার হওয়া ঐ মহিলাকে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় |পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলার নাম লাব