নাকাশিপাড়া: টোটোদের সমস্যা সমাধান রেজিস্ট্রেশন করলেই হবে, বেথুয়াডহরীতে মিটিং এ জানানো হল প্রতিক্রিয়া টোটো মালিকের
দীর্ঘদিন টোটো চালকদের রাস্তায় টোটো চালানো নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছিল। রেজিস্ট্রেশন নেই, কখন পুলিশ তাদের রাস্তায় ধরবে।কিন্তু সেই চিন্তার অবসান করে টোটো চালকদের পাশে দাঁড়ালো প্রশাসন। এতদিন পর্যন্ত তাদের কোন রেজিস্ট্রেশন ছিল না। কিন্তু বর্তমানে প্রশাসন তো সমস্ত টোটো গুলিকে রেজিস্ট্রেশন এর আওতায় আনতে চাইছেন। যাতে পথে চলতে তাদের কোন অসুবিধা না হয়। বাইক  ও অটো চালকের কথা শুনতে হবে না রেজিস্ট্রেশন না থাকায়।