রাস্তা না হলে ভোট নেই।এমন স্লোগান তুলে গ্রামবাসীদের মিছিল।স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আজও উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি পুরুলিয়ার গ্রামে। আজও গ্রামবাসীদের যাতায়াতের ভরসা কাঁচা, বেহাল রাস্তা।" হুড়া থানার রাঙ্গাডি,তেঁতুলাডি গ্রামবাসীদের অভিযোগ, "একাধিকবার প্রশাসনকে সমস্যার কথা জানানো হলেও আমাদের গ্রামের রাস্তা পাকা হয়নি।" তাই এবার সেই পাকা রাস্তার দাবিতে পথে নামলেন পুরুলিয়ার কাশীপুর বিধানসভার হুড়া ব্লকের কলাবনী অঞ্চলের রাঙ্গাডি-তেঁতুলাডি গ্রামের মানুষ