হুড়া: স্টাফ নেই সকাল থেকে দুপুর আড়াই টা পর্যন্ত পঞ্চায়েত কার্যালয় বন্ধ,বাইরে বসে কাজ করলেন প্রধান
Hura, Purulia | Sep 22, 2025 সোমবার সকাল থেকে দুপুর আড়াই টা পর্যন্ত পঞ্চায়েত কার্যালয় বন্ধ।হুড়া থানার বিজেপি পরিচালিত কলাবনী গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলছে।কারন হিসাবে জানা গেল গ্রুপডি থেকে সমস্ত স্টাফকে ব্লকের কাজে নিয়ে নেওয়াই দিনভর বন্ধ পঞ্চায়েত।প্রধান সঞ্জিত মন্ডল বাধ্য হয়ে পঞ্চায়েতের বাইরে বসেই কাজ সারছেন।তার বক্তব্য সকাল সাড়ে দশটায়াড় সময় এসে দেখি পঞ্চায়েতে তালা ঝুলছে ১২ টা পর্যন্ত অপেক্ষা করার পর বিডিও সাহেব কে ফোন করে জানতে পারি ব্লকের বিভিন্ন কাজে স্টাফ দের অন্য পঞ্চায়েত এবং ব্লকে