কাশীপুর: কাশীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে শতাধিক এলাকাবাসীর চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির কাশীপুরে
কাশীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।রবিবার দুপুর থেকে শুরু হয় শিবির।এইদিন কাশীপুর গ্রাম পঞ্চায়েত কাশীপুর উপরবাজার,মধ্যবাজার, নামোপাড়া,কল্লোলী,দৈকিয়ারী সহ বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মানুষ এইদিন চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা করান।বিকাল পাঁচটা পর্যন্ত চলে শিবির বলে জানা যায়।আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।