১৬ ই জানুয়ারি শুক্রবার দুপুর তিনটে নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকে বিডিও সাহেবা কে কাজের অব্যাহতি চেয়ে ডেপুটেশন দিলেন SIR এর কাজে নিযুক্ত BLOরা। বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান BLOরা। তারপর বিডিও সাহেবার কাছে তারা তাদের বিভিন্ন দাবি-দাবা নিয়ে লিখিত আকারের জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান SDO,SDPO, নলহাটি থানার ওসি। তাদের সাথে বৈঠকে বসেন আধিকারিকরা। হঠাৎ তারা এরকম সিদ্ধান্ত কেন নিল শুনে নিন তাদের মুখ থেকেই বিস্তারিত। বৈঠক শেষে SDO কি জানালেন শুনুন।