হেমতাবাদের সরদ এলাকার এক সোনার দোকান থেকে গ্রাহক সেজে সোনার অলঙ্কার চুরির ঘটনায় চোরকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতর নাম মহম্মদ সিরু (৩২)। বাড়ি টিটাগরের কারবালা এলাকায়। বাড়ি থেকেই এই চোরকে গ্রেফতার করে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। জানা গিয়েছে চলতি মাসের ২৫ তারিখ হেমতাবাদের একটি সোনার দোকেনে ধৃত গ্রাহক সেজে চুরি করে৷ এর পরেই সিসি টিভি ফুটেজ দেখে খোজ শুরুহয় তার।