জয়নগর ২: জয় হিন্দ বাহিনীর উদ্যোগে শাহাজাদাপুরে তৃণমূল কংগ্রেসের চা চক্রের আসর
আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাহাজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের জয়হীন বাহিনীর উদ্যোগে আজ সন্ধ্যাকালীন চা চক্রের আসর। মূলত ভোট ব্যাংক ধরে রাখতে এমনই উদ্যোগ জয় হিন্দ বাহিনীর সভাপতি সঞ্জয় বায়েন এর।