ঝাড়গ্রাম: প্রজন্মকে সুর–সংস্কৃতির ভিত্তি শেখাতে ঝাড়গ্রামে অনবদ্য রবীন্দ্রসঙ্গীত কর্মশালা—শেষ দিনে উচ্ছ্বাস তুঙ্গে
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঝাড়গ্রাম সিধো–কানহু সভাগৃহে শুরু হয়েছে চারদিনব্যাপী রবীন্দ্রসঙ্গীত কর্মশালা। বৃহস্পতিবার উদ্বোধনের পর রবিবার দুপুরে কর্মশালার শেষ দিনে ক্লাস চলতে দেখা যায় পূর্ণ উদ্যমে।কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি, উচ্চারণ, রাগ–রূপায়ণ ও উপস্থাপনার সূক্ষ্ম দিকগুলি শিখছেন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ঐতিহ্য রায় এবং অনীত দাস।