দুবরাজপুরের ব্যবসায়ী ব্রজেশ্বর গড়াই ফোন পান এক ব্যক্তি থেকে, যিনি নিজেকে বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে পরিচয় দেন। বলা হয়, তাঁর বিল বকেয়া রয়েছে এবং একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ ডাউনলোড করতেই ফোনের স্ক্রিন বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় তিন লক্ষ টাকা। ভুক্তভোগী ইতিমধ্যেই সিউড়ি সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন। মঙ্গলবার দিন এমনটাই জানিয়েছেন তিনি।