আউশগ্রাম ১: যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের উক্তায়, ঘটনার তদন্তে পুলিশ, তারা খতিয়ে দেখছে মৃত্যুর কারণ
যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের উক্তায়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার আনুমানিক রাত ৯টা নাগাদ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম আজিজুল শেখ(১৯)। তার বাড়ি আউশগ্রামের উক্তায়। এদিন বাড়িতেই তার ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজনরা। তাকে তড়িঘড়ি উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ময়নাতদন্তের জন্য দেহটিকে উদ্ধার করেছে পুলিশ।