মাত্র ৩৫ টাকার লটারির প্রাইজে এক কোটি টাকা পেলো এক ব্যাক্তির। পূর্ববর্ধমান জেলার মন্তেশ্বরব্লকের কুসুমগ্রামে "নিউ বাগ লটারি এজেন্সির কাউন্টার" থেকে কুসুমগ্রামেরে এক সেলার চন্দন দাসের কাছে ৩৫ টাকার লটারি কাটে মন্তেশ্বর থানার বসন্তপুর গ্রামে বাড়ি, কুতুব উদ্দিন শেখ ওরফে মিঠু শেখ। আর তাতেই বুধবার এক কোটি টাকা প্রাইজ পেল,বসন্তপুর গ্রামের কুতুবউদ্দিন সেখ।