ব্যারাকপুর ২: দশমীর পর একাদশীর দিনও বহু দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হলো ব্যারাকপুর মোহনপুরে
দশমীর পর প্রশাসনিক নির্দেশে একদশির দিনও একাধিক দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হলো ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন পুকুরে। এই দিন যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপস্থিত ছিলেন মোহনপুর থানার পুলিশ আধিকারিকসহ বিশাল পুলিশ বাহিনী