হুড়া: স্কুল যাওয়ার সময় স্কুল গেটের অদূরে কুকুরের কামড়ে আহত হুড়া হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র,আতঙ্কে অন্যান্য ছাত্রছাত্রীরা
Hura, Purulia | Nov 7, 2025 কুকুরের কামড়ে আহত স্কুল ছাত্র।কয়েকদিন থেকেই পাগলা কুকুরের তান্ডব হুড়ায়।রাস্তায় দাঁড়িয়ে থাকা ব্যক্তি, পথচলতি মানুষকে কামড়ে দিচ্ছে একটি কুকুর। অতিষ্ঠ হুড়াবাসী।শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় হুড়া হাই স্কুল গেটের সামনে নবম শ্রেণীর এক ছাত্রকে শরীরের বেশ কয়েক জায়গায় কামড়ে দেয় কুকুরটি।।সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের সহায়তায় শ্যামপুর গ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর টুডু নামে ওই ছাত্রকে হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।আতঙ্কে দিন কাটছে শিক্ষক সহ