বিজেপির বুথ_বিজয়_অভিযান কাশীপুরে।মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার সময় কাশীপুর থানার অন্তর্গত কাশীপুর তরুণ সংঘ লাইব্রেরী অডিটোরিয়াম কাশীপুর বিধানসভার সমস্ত শক্তি কেন্দ্রের প্রমুখ,ইনচার্জ এবং স্পেশাল ইনচার্জদের নিয়ে বুথ বিজয় অভিযানের লক্ষ্যে বিশেষ সংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।পুনরায় কাশীপুর বিধানসভা জয়ের লক্ষ্যে সাংগঠনিক বৈঠক বলে জানান কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। আজকের প্রতিবেদনে সেই চিত্রই তুলে ধরা হল।