মেখলিগঞ্জ: পাঁচটি হাতির একটি দলে আতঙ্ক ছড়িয়েছে উচলপুকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়
সাতসকালে পাঁচটি হাতির দলে আতঙ্ক উচলপুকুরিতে। লোকালয়ে হাতির দল! ঘটনায় চাঞ্চল্য মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। বনাঞ্চল থেকে বেড়িয়ে শুক্রবার সকালে লোকালয়ে পাঁচটি হাতি দেখতে পেয়েছেন বলে স্থানীয়দের দাবি। উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার ভাঙ্গের কোট ফরেস্টে পাঁচটি হাতির দেখা মিলেছে। জানা গিয়েছে জামালদহ বনাঞ্চলের অন্তর্গত ছোট্ট এ-ই ফরেস্টে হাতির দল দেখতে পেয়েই গ্রামবাসীদের মধ্যে একপ্রকার আতঙ্ক ছড়িয়েছে৷ খবর দেওয়া হয়েছে বনদপ্তরে।