নাকাশিপাড়া: নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দূর্গা পূজা শিবির উপস্থিতনদীয়া জেলার পরিষদের কর্মাধ্যক্ষ এবং ব্লক সভাপতি
পূজোর সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন সাতটা থেকে রাত নটা পর্যন্ত নাকাশিপাড়া ব্লক তৃনমূল কংগ্রেসের সহায়তা শিবির অনুষ্ঠিত হয়েছে ।বেথুয়াডহরি নেতাজী স্ট্যাচুর মোড়ে এই সহায়তা শিবিরের আয়োজন করেন নদীয়া জেলা উত্তরতৃণমূল যুব সহ সভাপতি নীলাদ্রি দেবনাথ এর উদ্যোগ এবং আয়োজনে। এই শিবিরে বক্তব্য রাখেন আকাশে পাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায় নদিয়া জেলাপরিষদের কৃষি, সেচ, সমবায় কর্মধক্ষ। সিরাজ শেখ । নদীয়া জেলা পরিষদের সদস্য শিলা পাল।