পূর্বস্থলী ২: অষ্টধাতুর মূর্তি চুরি থেকে গঙ্গার জলে— মেরতলার জাদুয়া মায়ের অলৌকিক প্রত্যাবর্তন! মাছ মাংসের ভোগ দেবীর পুজোয়
অষ্টধাতুর দেবী মূর্তি চুরি যাওয়ার রহস্য, মশালের আলোয় ভক্তির আবেশ, আর পাঁচ শতাব্দীর ঐতিহ্য— এই তিনে মিশে আজও অটুট মেরতলার জাদুয়া মায়ের পুজো। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ভট্টাচার্য পরিবারের এই পুজোকে কেন্দ্র করে দীপান্বিতা অমাবস্যার দিন প্রাণ ফিরে পায় গোটা গ্রাম।স্থানীয়দের কথায়, বহু বছর আগে কালিশংকর বন্দ্যোপাধ্যায় নামে এক পুরোহিত এই অষ্টধাতুর দেবী মূর্তি প্রতিষ্ঠা করে পূজার সূচনা করেন।