কাশীপুর: নারায়নগড় গ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত ৪ জন
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত চার জন।ঘটনা কাশীপুর থানার পুরুলিয়া বাঁকুড়া রাজ্য সড়কের নারায়ণগড় গ্রামের কাছে।ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার সময় নারায়ণগড় গ্রামের কাছে কাশিপুর দিক থেকে একটি বাইকের সাথে বাঁকুড়ার দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় পূর্ণ দাস বাউরী,স্নেহাশিস কর্মকার, বিজয় কর্মকার ও অনুপম বাস্কে নামে চার ব্যক্তি।অনুপম বাস্কের বাড়ি কাশীপুর থানার মেহি গ্রামে,বাকী