নাকাশিপাড়া: প্রবল বর্ষণে ধর্মদা যুবসংঘের বিজ্ঞাপনের বিশাল গেট ভেঙে রাস্তা জ্যাম উদ্ধার কার্যে ক্লাব সদস্যরা
ধর্মদা যুব সংঘের পুজোর প্যান্ডেলের বিজ্ঞাপনের গেটটি ভেঙে পড়ল । উদ্ধার কাজে ধর্মদা যুব সংঘের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দশমীর রাত্রিতে প্রবল বৃষ্টি শুরু হয় । সেই বৃষ্টি আজ পর্যন্ত চলে। প্রাকৃতিক দুর্যোগের ফলে ভেঙে পড়ে ধর্মদা যুব সংঘের বিশাল আকারের বিজ্ঞাপনের গেট। এরপর আধঘন্টা মতো রাস্তা জ্যাম থাকে। উদ্ধারকার্যে নেমে পড়েন ধর্মদা যুব সংঘের দশ জন সদস্য ।দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করেন তারা। নেতৃত্ব দেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা ধর্মদা যুব সংঘের সদস্য