গোসাবা: কুমিরমারী GPর পাথরখালী পাড়ায় ১৮১ ফুট ডাবল সোলিং ইঁটের রাস্তার কাজের সূচনা করলেন গ্রাম পঞ্চায়েত সদস্য
গোসাবা ব্লকের কুমিরমারী GPর পাথরখালী পাড়ায় ১৮১ ফুট ডাবল সোলিং ইঁটের রাস্তার কাজের সূচনা করলেন কুমিরমারী গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গৌতম মিস্ত্রি সোমবার দুপুরে।কুমিরমারী GPর পাথরখালী পাড়ায় কিরণ ঋষির বাড়ি থেকে সুইচ গেট পর্যন্ত ১৮১ ফুট ডবল সোলিং ইটের রাস্তা করতে কুমিরমারী GP পঞ্চায়েতের উদ্দ্যোগে ১লক্ষ ৯২হাজার টাকা ব্যয় করা হবে।