কমলপুর: ত্রিপুরা পশ্চিমা সমাজের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়
ত্রিপুরা পশ্চিমা সমাজের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শিবিরটি অনুষ্ঠিত হয় কমলপুর এস ডি এম ও 'র কনফারেন্স হলে । প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন কমলপুরের এস ডি এম ও ডাক্তার শুভাশিস দে, ত্রিপুরা পশ্চিমা সমাজের চেয়ারম্যান তপন যাদব ও বিভাগীয় সভাপতি মিঠু তাঁতি ও সম্পাদক সঞ্জয় কন্দ। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে ত্রিপুরা পশ্চিমা সমাজের পক্ষ থেকে এই রক্তদান বলে জানান পশ্চিমা সমাজের চেয়ারম্যান তপন যাদব।