ভাতার: পুজো কাটতেই ভাতার রেল স্টেশন চত্তরের সিঁড়ির কাজ শুরু, খুশি এলাকার মানুষ
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ভাতার রেল স্টেশন চত্বরের সিঁড়ির অবস্থা খারাপ। অতিরিক্ত বর্ষার জন্য সেই কাজ স্থগিত ছিল। আজ অর্থাৎ বৃহস্পতিবার সেই কাজ শুরু হতেই খুশি এলাকার মানুষ।