নাকাশিপাড়া: দাদুপুর সিদ্ধেশ্বরী মায়ের পূজাও মহা প্রসাদ বিতরন হল
দাদুপুর, পাঁচালী পাড়া, উদয় চন্দ্রপুর ও পার্শ্ববর্তী ননইংরাজি ২০ অক্টোবর সোমবার, কালীপূজা উপলক্ষে, বিগত ও প্রতিবছরের ন্যায় এ বছরেও পূজার নিয়ম অনুসার ,দাদুপুর মা সিদ্ধেশ্বরী মন্দির প্রাঙ্গণে, সিদ্ধেশ্বরী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। মায়ের পূজার পুষ্পাঞ্জলি ও মায়ের মহা ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। যারা পুষ্পাঞ্জলী দেন তাদের প্রত্যেককে মায়ের মহা প্রসাদ সেবন করিবার ব্যবস্থা করা হয়।।