সোনারপুর: বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোনারপুরের আপনজন ও আনন্দ ঘর হোমের শিশুদের নিয়ে হেরিটেজ চারচাকা গাড়িতে র্যালি
আজ বিশ্ব AIDS দিবস উপলক্ষে সোনারপুরের আপনজন ও আনন্দঘর হোমের পক্ষ থেকে কলকাতার রোহিঙ্গ ক্লাব থেকে ৪৮ টা হেরিটেজ গাড়িতে হোমের শিশু দের নিয়ে সোনারপুর হোম পর্যন্ত ২৩ কিলোমিটার rally,দুটি হোমে ৭৬ জন HIV + শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন ৫৪ জন ( মোট-১৩০) জন শিশু আছে,