গোপীবল্লভপুর ২: এসআইআর প্রকৃয়ার ফর্ম ফিলাপ সহ বিধানসভা নির্বাচন কে সামনে রেখে কালিঞ্জা তে বৈঠক করল পেটবিন্ধি অঞ্চল তৃণমূল
নির্বাচন কমিশনের এসআইআর প্রকৃয়ায় সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং দলের আগামী কর্মপরিকল্পনা স্থির করতে গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিন্ধি অঞ্চলের কালিঞ্জা গ্রামে হল ব্লকের অঞ্চল তৃণমূলের বিশেষ বৈঠক। রবিবার পেটবিন্ধি অঞ্চল সভাপতি শঙ্কর প্রসাদ দের উপস্থিতিতে হয় এই বৈঠক। বৈঠকে অঞ্চলের সাধারণ মানুষের এসআইআর ফর্ম পূরণ এবং ভোটাধিকার রক্ষার পাশাপাশি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কাজকর্মের বিষয়ে আলোচনা হয়।