কাশীপুর: মোটর বাইকে যাওয়ার সময় পিছন থেকে বেপরোয়া ভাবে স্কুটির ধাক্কায় মৃত্যু এক যুবকের,স্কুটি চালকের বিরুদ্ধে মামলা কাশীপুর থানায়
মোটর বাইকে যাওয়ার সময় পিছন থেকে বেপরোয়া ভাবে একটি স্কুটির ধাক্কায় মৃত্যু এক যুবকের।মৃত যুবকের নাম জিতেন সেনাপতি।বাড়ি হুড়া থানার লক্ষনপুর গ্রামে জানা যায়, গত ২৭ শে নভেম্বর রাত্রী ১০ টার সময় কাশীপুর হুড়া রাস্তায় গামারকুড়ি গ্রামের অদূরে মোটর বাইকে যাওয়ার একটি স্কুটি বেপরোয়া গতিতে এসে পিছন থেকে ধাক্কা দেয়।মোটর বাইকে থেকে পড়ে গুরুতর আহত হয় বছর তিরিশের জিতেন সেনাপতি।পুলিশ ও স্থানীয়দের সহায়তায় প্রথমে কল্লোলী স্বাস্থ্যকেন্দ্রে পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া