মন্তেশ্বর: মন্তেশ্বরে, গিরিনগর মোড়ে সাতসকালেই বাস দুর্ঘটনায় আহত ৬ জন
শুক্রবার সাতসকালে বাস দুর্ঘটনা মন্তেশ্বরে। আহত প্রায় ৬ জন। এক আহত বাস যাত্রীর কাছে জানা যায় সকাল আনুমানিক ৫ টা নাগাদ শুটরাঘাট থেকে বাসটি মেমারি আসছিলো। গিরিনগর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে স্থানীয়রা নিয়ে আসে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর তিনজন আহতকে বর্ধমান হাসপাতালে পাঠানো হয়।