ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য। এই ঘটনায় বিধায়কের পুত্রকে আটক করে শক্তিপুর থানায় নিয়ে যায় পুলিশ। প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার প্রেক্ষিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সরকারি কর্মীকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়া-সহ একাধিক ধারায় এই মামলা দায়ের হয়েছে।