ভাঙড় ১: নদীর সাদা বালি চুরি! ডাম্পার আটকে বিক্ষোভ বাসন্তী হাইওয়ের উপরে,প্রবল যানজট
নদীর সাদা বালি চুরি করে বড় বড় ডাম্পারে করে তা পাচার করা হচ্ছে নিউটাউনে দিন-রাত এক করে বাসন্তী হাইওয়ের উপর দিয়ে চলছে এই পাচার কার্য । আর এই বালি মাফিয়া দের দৌরাত্বে অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন। বারবার প্রশাসনকে জানিয়ে ও সুরাহা না মেলায় মঙ্গলবার বিকাল তিনটে নাগাদ ঘটকপুকুর চৌমাথায় বালি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা যার ফলে প্রবল যানজটের সৃষ্টি হয় বাসন্তী হাইওয়ে জুড়ে। দীর্ঘদিন ধরে ঘুসিঘাটা,বসিরহাট ও ক্যানিং এলাকা থেকে বালি তুলে নিউটাউন