নাকাশিপাড়া: পাটিকাবাড়িতে ৪৬ তম সর্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে সাংস্কৃতিক মিলনোৎসব মেলা
পাটিকাবাড়ী ফুটবল ক্লাবের পরিচালনায় ৪৬ তম সর্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজা উপলক্ষে মেলা শুরু হয়। বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার পর শুভ উদ্বোধনকরেন মহুয়া মৈত্র (সাংসদ কৃষ্ণনগর)। এরপরে অনুষ্ঠান প্রদর্শন হয় । স্থানীয় শিল্পী ও বহিরাগত নৃত্যশিল্পী সমন্বয়ে বিশেষ নৃত্যানুষ্ঠান হয়। বিশেষ নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণে- নুপুর ডান্স একাডেমী (কৃষ্ণনগর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত - প্রদীপ্তা নন্দ মহারাজ।