হুড়া: বিশপুরিয়া স্কুলে “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিতে এলাকাবাসীর কথা শুনলেন BDO ও জনপ্রতিনিধিরা
Hura, Purulia | Sep 15, 2025 রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচিতে এবার এলাকাবাসীদের কথা শুনলেন বিডিও ও জনপ্রতিনিধিরা।সোমবার হুড়া ব্লকের বিশপুরিয়া ১ নং ও ২ং কুমোরডি —এই তিনটি বুথ এলাকার বাসিন্দাদের নিয়ে বিশপুরিয়া নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে হয় "আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচি। এদিন বিকাল চারটার সময় এই শিবিরে এলাকাবাসীরা নিজেদের এলাকার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সরাসরি আলোচনা করেন শিবিরে থাকা এলাকার জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসনের আধিকারিকদের