গোসাবা: বিপ্রদাসপুরে, অঞ্চল তৃণমূলের ডাকে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো, উপস্থিত গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের বিপ্রদাসপুরে,বিপ্রদাসপুর অঞ্চল তৃণমূলের ডাকে, অঞ্চল তৃণমূলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো সোমবার বিকালে।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল,বিপ্রদাসপুর GP প্রধান মুন্না সরকার মন্ডল,গোসাবা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কৈলাশ বিশ্বাস সহ ব্লক নেতৃত্বরা।