স্বরূপনগর: *তারালি সীমান্তে এবার বাংলাদেশে বিড়ি পাচারের আগেই গ্রেপ্তার পাচারকারী
ধৃতের নাম- তুহিন গাজী. গতকাল সন্ধ্যার পর তারালি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে যাওয়ার আগেই কর্তব্যরত বিএসএফ এর জওয়ান রা আটক করে এক পাচারকারীকে, উদ্ধার করে ১০ প্যাকেট তামাকের বিড়ি | পাচারকারী ঐ যুবক এবং উদ্ধার করা বিড়ি সহ স্বরূপনগর থানার পুলিশে হাতে তুলে দেয় বিএসএফ | পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজ বুধবার সকাল সাড়ে ১২টা নাগাদ বসিরহাট মহাকুমা আদালতে পাঠায় ।