রামপুরহাট ১: আদিবাসী নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় নয়া মোড়,নিজস্ব আইনজীবী দিলেন অভিযুক্ত শিক্ষক
আদিবাসী নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড়। অভিযুক্ত শিক্ষক মনোজ পাল শেষপর্যন্ত নিজস্ব আইনজীবী নিয়োগ করলেন। শুরুতে তাঁর পক্ষে কেউ দাঁড়াতে না চাওয়ায় ডিএলএসএর মাধ্যমে সরকারিভাবে সৌমেন বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসেবে দেওয়া হয়েছিল। পরে তাঁকে বদলে মামলার শেষ পর্যায়ে এসে আব্দুল হাসিবকে নিযুক্ত করেন মনোজবাবু। বৃহস্পতিবার আবারও তিনি আইনজীবী পরিবর্তন করেন। একইসঙ্গে হাজত ইনচার্জকে মারধরের অভিযোগে তাঁকে পুনরায় গ্রেফতারও দেখানো হয়।