ভরতপুর ১: সন্ধ্যায় বেরিয়ে আর ফেরা হয়নি! ভরতপুরে রহস্যজনকভাবে নিখোঁজ শিশুকন্যা
ভরতপুর থানার সৈয়দকূলুট গ্রামে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেছে সাত বছরের সোহানা খাতুন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে খেলা করতে বেরিয়েছিল সে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না মেলায় পরিবার ও গ্রামবাসীরা উদ্বেগে পড়ে মসজিদের মাইকে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ পেয়েই তৎপর হয় ভরতপুর থানার পুলিশ। ওসি শিবনাথ মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তদন্ত শুরু করেছে। নিখোঁজ শিশুটির খোঁজে এলাকায় ড্রোনে তল্লাশি চালানো হচ্ছে এবং আশপাশের সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।