কাশীপুর বিধান সভার হুড়া ও কাশীপুর ব্লকের চারটি অঞ্চলে এক যোগে আনুষ্ঠানিক ভাবে শুরু হল উন্নয়নের পাঁচালী ও সংলাপ।বুধবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাত টা পর্যন্ত নেতারা গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী গ্রামবাসীদের কাছে তুলে ধরেন।হদলদা-উপড়রা অঞ্চলের চারটি গ্রাম ঘুরে উন্নয়নের পাঁচালী তুলে ধরেন গ্রামবাসীদের কাছে জেলা পরিষদের কো-মেন্টর সহদেব মাহাত,তৃণমূল দলের জেলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় ব্যানার্জী, কিষান ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি প্রসেনজ