মোহনপুর: শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত মোহনপুরের একাধিক এলাকা পরিদর্শন করলেন বিধায়ক
আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মোহনপুর ব্লক জুড়ে শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। আর এই প্রবল শিলা বৃষ্টির ফলে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মোহনপুরের বিস্তীর্ণ এলাকায়। রবিবার সাউটিয়া সহ একাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করলেন দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এদিন তিনি মানুষের সঙ্গে কথা বলেন এবং সমস্ত রকম ভাবে পাশে থাকার আশ্বাস দেন।