ময়ূরেশ্বর ২: তৃণমূল বুঝে গিয়েছে তাদের আর অস্তিত্ব টিকবে না, লোকপারাই আজ রাতে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর ৪ নম্বর BJP মন্ডল সভাপতি
তৃণমূল বুঝে গিয়েছে তাদের আর অস্তিত্ব টিকবে না, লোকপারাই আজ রাতে এমনই মন্তব্য করলেন ময়ূরেশ্বর ৪ নম্বর BJP মন্ডল সভাপতি সুকান্ত মন্ডল। প্রসঙ্গত পারুই থানার কেন্দ্রডাঙ্গাল গ্রামে থলের মধ্যে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। গত শুক্রবার সকালে গ্রামের একটি ঝোপের মধ্যে স্থানীয়রা বোমাগুলি দেখতে পেলে সঙ্গে সঙ্গে খবর দেয় পারুই থানায়। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রডাঙ্গাল গ্রামের একটি পরিত্যক্ত জায়গায় ঝোপের আড়ালে প্রায় ১৫টি বোমা মজুত করা ছিল।