উদয়পুর: উদয়পুরে সাপে কামুরে মৃত্যু মহিলার: হাসপাতালে অ্যান্টি-ভেনম সহ একাধিক দাবিতে CMO-র কাছে ডেপুটেশন টেপানিয়া
Udaipur, Gomati | Sep 15, 2025 গত ৮ই সেপ্টেম্বর সাপে কাটার পর চিকিৎসার অভাবে মায়ারাণী সূত্রধরের মৃত্যুকে কেন্দ্র করে আজ ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা ও মৃতার পরিবার গোমতি জেলার সিএমওর অফিসে তিন দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেন। তাদের অভিযোগ, জেলা হাসপাতালে অ্যান্টি-স্নেক ভেনম না থাকায় এবং সময়মতো এম্বুলেন্স না পাওয়ায় এই মৃত্যু ঘটে। সংগঠনের পক্ষ থেকে উদ্ধার করা সাপটি নিউরোটক্সিক বিষধর ছিল, যা দ্রুত চিকিৎসা না পেলে মৃত্যু অবধারিত।